সৌমেন্দ্র গোস্বামী

স্বাধীনতা ভালোবাসি

নিবিড় জ্যোৎস্নায় রক্তলাল সকল উপলব্ধি
অন্তলীন আর্তনাদে যাতনার রুগ্ন বিষাদ
আলোর আহ্বানে, স্বপ্নীল স্লোগানে
তুলেছিল যে বিজয় নিশান
আমি সেই নিশানকে ভালোবাসি,
আমি স্বাধীনতা ভালোবাসি।

অজস্র চিৎকার ও শোষণের দিন শেষে
ছেলে-হারা জননীর আর্তনাদে ভেসে
অবারিত হাসি হেসে, বাংলার আকাশে
উঠেছিল যে রক্তিম সূর্য
আমি সেই সূর্যকে ভালোবাসি,
আমি স্বাধীনতা ভালোবাসি।

লক্ষ শহীদের রক্তে রঞ্জিত রাজপথ, কৃষ্ণচূড়ার বাগান
রেসকোর্স ময়দান কম্পিত বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণ
পদ্মা, মেঘনা ও যমুনার বুক চিরে
যে স্রোতস্বিনী নদীর জন্ম দিয়েছে
আমি সেই নদীকে ভালোবাসি,
আমি স্বাধীনতা ভালোবাসি।

মেঠোপথ যতো কাদা-জল-সিক্ত, সাঁকোর নদী পারাপার
রক্তে নির্মিত স্মৃতিসৌধ, শহীদ মিনার
অলংকার যতো জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার
এই একটি বার্তা দেয় বারংবার
বাংলা মানে মৃত্যুর বুকে উদ্বেলিত হাসি
বাংলা মানে জনমে জনমে স্বাধীনতা ভালোবাসি।