সুহিতা সুলতানা

কম্পাস

অদ্ভুতভাবে হেলে পড়েছে বিবেক
চেয়ে দেখি কারো মাথা নেই!শূন্যতা
দৌড়ে বেড়াচ্ছে চারদিক।মানুষ মরে
গেলে কিছুই থাকেনা। অমরত্ব মৃত্যুর
চেয়েও ভয়ঙ্কর ফাঁপা বেলুনের মতো!
আগুন মেলে দিয়েছে ডানা। বরফের
নিরপেক্ষতা চিরকাল একই রকম!
কম্পাসের কাঁটা ঘুরে গেলে জীবনও
দিকহীন অসাড় পড়ে থাকে।এইযে
অপক্ষমতার চাপে পড়ে ইতিহাস
ঘুরে দাঁড়ায় ,ভেঙে পড়ে মেরুদণ্ড
ছুটতে থাকে ধর্মান্ধরা! জীবন কি
আসলে? মুহূর্তগুলো বিশ্বযুদ্ধের দিকে
মুখ করে বসে আছে।শেষমুহূর্ত বলে
কি কিছু আছে? এ সব মতানৈক্যের
মধ্যে কখনো কখনো উদ্বেগ খেয়ে
ফ্যালে প্রেম। সংকট সময়,মায়া,
দক্ষতা,স্মৃতি ও অপেক্ষা নিয়ে বসে
আছে প্রস্হান পথের দিকে
অতএব আরম্ভ আছে শেষ নেই