সায়ফুল আলম

শর্তহীন সবুজ আনন্দ

আশাবাদী গাছেরা অপেক্ষা করে
আরো এক অবাধ্য বসন্তের জন্য
পুরনো পাতা ঝরে যায়
আক্ষেপ নেই তাতে কোনো
নেই কোনো হারানোর কষ্ট।

বসন্তের শত অসঙ্গতি
তবু নতুনের আশায় বুক বাঁধে যৌবন
বালিকাবেলায় ছুটে চলে আশাবাদী মন।

আমার জীবনের মূহুর্তগুলো
দীর্ঘায়িত হয় ঘড়ির সময়কে ঘিরে
সমষ্টিগত সময়ের সাথে মিতালি করি
আমার ব্যক্তিকে খণ্ডিত করি
আমার আমিকে বড়ো করি।

বহমান জীবনের সময়ে অনেক শূন্যস্থান
উপযুক্ত শব্দ খুঁজে ফিরি বেলা অবেলায়
গাছেদের রূপান্তরিত জীবনের সাথে
ঘর বাঁধি শর্তহীন সবুজ আনন্দে।