সাইফ শাহিন

বিচ্যুত ছন্দের কাব্য সংজ্ঞা

কবিতাতো দক্ষিনের জানালা যা বন্ধ করলে
বসন্তের শ্রেষ্ঠ বাতাস হয় প্রতারিত
হয়তো কবিতা এক অলৌকিক স্রোতস্বিনী নদী
যার দুকুলে সবুজ সুখে শব্দ শস্য
অথবা কবিতা সেই স্বর্গচ্যুত আদমের লোভ
হয়তোবা অপুরুপ ফলটির স্বাদ
অথবা কবিতা কোন মায়াগ্রহ এক
যা অস্পরী রমনীদের মতো হাতছানি দিয়ে ডাকে
পৃথিবীর সব কবিদের।