শেষ বেঞ্চের ছেলেটি : প্লট মোটামুটি কমন হলেও বর্ণনাশৈলী অন্যরকম মুগ্ধতায় ঘেরা

বইয়ের নাম: শেষ বেঞ্চের ছেলেটি
লেখকের নাম: তাহসিনুল ইসলাম
বইয়ের ধরন: কিশোর উপন্যাস
প্রকাশনী: সূচীপত্র প্রকাশনী
প্রচ্ছদ: রাজীব চৌধুরী
প্রচ্ছদ মূল্য: ১০০ টাকা মাত্র

কাহিনী সংক্ষেপ:
মোহনপুর হাইস্কুলের ক্লাস এইটের সবচেয়ে দুষ্টু আর খারাপ ছাত্র জহির। স্কুলের বাংলার শিক্ষক উমর আলী স্যারের যন্ত্রণায় সে অস্থির। স্যার কে শায়েস্তা করার জন্য তাই নতুন নতুন ফন্দি আঁটে জহির আর তার দুষ্টু বন্ধুরা। কোনোদিন স্যারের ফিনিক্স সাইকেলের চাকার হাওয়া ছেড়ে দেয় তো কোনোদিন সিটের কভার খুলে নেয়। দুষ্টুমিতে পাঁকা হলেও জহির কিন্তু তার ভালো গুণগুলোর জন্য বন্ধুদের খুবই প্রিয়। একদিন হুট করে পারুল ম্যাডাম খোঁজ পেয়ে যান দুষ্টু জহিরের ভেতরকার অন্য অস্তিত্ব। কিভাবে জহির বদলে যায় সেই গল্প নিয়েই এই চমৎকার উপন্যাস।

পাঠ পর্যালোচনা:
অনেক দিন পর একটা কিশোর উপন্যাস পড়লাম। যেহেতু আমি শিশু কিশোর সাহিত্যের একনিষ্ঠ ভক্ত সেহেতু উপন্যাসটা আমার বেশ ভালো লেগেছে। যদিও উপন্যাসের প্লটটা মোটামুটি কমন তবুও লেখকের বর্ণনাশৈলী এই উপন্যাসকে একটা অন্যরকম মুগ্ধতা এনে দিয়েছে। উপন্যাসের প্রতিটি চরিত্র নিজ নিজ অবস্থান থেকে ফুটে উঠেছে। জহির, তার দুষ্টু বন্ধু বিপু – মিল্লাত, পারুল ম্যাডাম, উমর আলী স্যার, হোসেন স্যার প্রতিটা চরিত্রই খুব ভালো লাগার। এক কথায় খুব ভালো লেগেছে উপন্যাসটা।