শিরিন সুলতানা

চুমুনামা

কেবল লালটকটকে ঠোঁটের চুমু চাই! চুমু!
চুম্বকের মতো চুমু
শেকড়ে খুব কাছে যেখানে সাবধানে গজিয়ে উঠা লতাপাতায় শিশিরে শিশিরে যে তীব্র চুম্বন
ওই চুম্বনই আমার পছন্দ
বিশ্বাস করো
আমি চুমুতেই খুশি ছিলাম !
অথচ তুমি হাত বাড়ালে দুঃখ খুঁজতে
ঠোঁটের নিচে যে তিল চেয়ে দেখো ওখানেই কিছু দুঃখ লুকিয়ে আছে, আছে শোক, নির্মমভাবে ঠকে যাবার বেদনা
আছে সাদা ধবধবে বিরহ।
আর একটু উপরে তাকাও নাকের উপরে, ওই তিলে আছে আজন্ম একা থাকার বাসনা, আছে রাতের গভীরে হারিয়ে যাবার নিরবতা।
এই তিলে জড়িয়ে আছে বিপ্লব,গর্জে ওঠার সাহস বেঁচে থাকার গোপন যন্ত্র।

ডান গালে যে তিল আছে বরং ওখানেও চুমু খাও।
ওই তিলে জড়িয়ে আছে বিষন্ন সুন্দর মায়া।
পৃথিবীর কষ্ট আছে সহ্য করার সাহস , হাসিতে হাসিতে টোলের ভাঁজে ভাঁজে জাগিয়ে তোলে বাসনা।
বরং ওখানেই যাও নিজের জায়গা করো।
পুরুষত্বের দাবি ফোটাও হাসনেহেনা।
আরো কিছু সময় থাকো ঠোঁটে,
বিষের কামড়ে কামড়ে উপড়ে ফেলো অন্ধকার।
আর এই সুযোগে
ফাল্গুনী হাওয়ায় আগুন লাগুক
কাঁঠালিচাঁপার গন্ধে ভাসুক তিলকের চুমুনামা।