শাহরিয়ার সোহেল

ভুল কপাট

ভুল কপাটে অহেতুক ক্রন্দন
ভালবাসতে চাইলেই ভালবাসা যায়না
কখনো বুকের মায়া বুকেই থাকে
ব্যাপক হৃদয় ঘিরে
সবকিছু সমর্পণে নিঃস্বও হতে হয়

জানালার গ্রিলে মাথা রেখে
জোসনা যখন ঘুমায়
তেজপাতা মাঠে
মিঠেল ঘ্রাণের আবেশী প্রস্রবণ
প্রগাঢ় নিস্তব্ধতা বুকের গহীনে রেখে
ঝর্ণায় ভেজা সুখ
বীজের ভেতর লেগে থাকে
আগাম জোনাকী বার্তা
নতুন ভোরের ঠোঁটে
জাগে সোনালি স্বপ্ন

ভয় কী!
হৃদয়ের শব্দহীন প্রপাতে
প্রেমের ঝড়ে ভাঙে
শৃঙ্খলের শিকল
হৃদয় আকাশে ওঠে ঝড়
মুহুর্মুহু বিদ্যুৎ চমকায়
লোনা জলে বক্ষ ভাসে
প্লাবনের তোড়ে আসে
ব্যাপক জোয়ার
বসন্তের প্রশ্রয়ে
মোরগ ফুলের লাল ঝুটি
প্রজাপতি ডানা ছুঁয়ে
আলোর গোলক ধাঁধা

গাঢ় রাতের নিরবতায়
স্তব্ধ প্রকৃতির নির্জনতা ভেঙে
মাঝে মাঝে কুকুরেরা ডাকে
ভুল কপাটে ক্রন্দন অহেতুক…