রূহ আফজা রাজ্জাক

‘সাগরে’র জন্য ভালোবাসা

একটা নিরব মৃত্যু,
একটা নির্বাক কষ্ট,
কিছু দমকা হাওয়া,
কিছু চাওয়া না পাওয়া।
এই তো জীবন ………

একটু বুক চিন চিন,
একটু আঁধারেই লীন,
বিফল শত ব্যাকুল প্রার্থনা
পাখি আর ঘরে ফিরেনা।
এই তো জীবন……….

হঠাৎ হারিয়ে যাওয়া,
হঠাৎ থমকে যাওয়া,
এই কি তবে নিয়তি!
নেই কোন হিসাবের প্রাপ্তি।
এই তো জীবন ……….

তবে কেন মায়ার টান,
তবে কেন বুক আনচান,
চেনা অচেনা মানুষের ভিড়ে
একবুক কান্না তোকে ঘিরে।
এই তো জীবন………..

অবুঝ,নিষ্পাপ দুই মুখ
খোঁজে অবিরত পিতৃ সুখ।
আসবে না কখনও ফিরে
তীরহারা সাগর এই তীরে ।
এই তো জীবন…………..

মায়ের মলিন আঁখিকোন
বেদনার একলা জীবন,
শুকনো হাওড় আবার ভরে জলে
নেই সে তবু, তবু তরী দোলে ।
এই তো জীবন………

বন্ধু পাগল এক বন্ধু তুই,
বন্ধু হারিয়ে গেলি সুদুরেই,
একদিন আবার দেখা হবে,
আজ কোন শোক নয় তবে ।
জীবন এই তো………….