মোহাম্মদ তৌহিদুল ইসলাম

পথের শেষ

পিছনে তাকিয়ে দেখি
এলাম কত দূর
কত দূর ফেলে এলাম
জীবনের ভোর!
কত পিছে পড়ে গেলো
কত বন্ধু, স্বজন
কত দূরে ফেলে গেলো
মোরে কত জন ।
ভাবি আমি বসে বসে
এ যে রেল গাড়ি
জীবন চলছে ধেয়ে
কোথা, কোন বাড়ি!

পিছু ফেরা নয় আর
চলছে সম্মুখে
কত মুখের ছবি থাকে
আমার এই বুকে !
কত স্মৃতি কত খুশি
পড়ে যে মনে
কত ব্যথা কত আক্ষেপ
ভাসে কোন ক্ষণে ।

সামনে তাকিয়ে দেখি
আর কত দূর
কত দূর গেলে থামবে
জীবনের সুর
যত দূর চোখ যায়
ধূ ধূ বালুচর
ঝাপসা চোখে ভাসে শুধু
মাটির ঘর !

শৈশবে প্রিয় মোর মার্বেল খেলা
যেমন গড়িয়ে তা গর্তে পড়ে
জীবন গড়িয়ে যায় সেই ভাবে
ঠাঁই নেয় কবরে চিরতরে।

ভাবি তাই এই জীবন
শেষ হতেই ধায়
জানি না কোথায় মিলে ?
কোথায় হারায়?