মুসফিকুর রহিম

বৃষ্টি আর তুমি

বৃষ্টির শব্দে একটা আনন্দ থাকে
যেমন আছে তোমায় হেটে যাওয়া
নূপুরের মৃদু কম্পনে,
কান পেতে শুনো বৃষ্টির কথা
একদম একাকী খোলা জানালায়
চোখের পাতা এক করে, গভীর মমতায়,
তুমি হারিয়ে যাবে রিমঝিম গভীরতায়
অনুভবের নৈসর্গিক ছোঁয়ায়,
আমিও শুনেছি দাড়িয়ে নিরালায়
নয়ন গোলকে এঁকে তোমায়
তুমি হেঁটে যাও,
যেন বৃষ্টি হেটে যায় পায়ে পায়ে।