মানবেন্দ্র সাহা

হোমোস্যাপিয়েন্স

এদিক কিংবা ওদিক কাঁটাতার
মধ্যভাগে ভেসে বিবেকের আত্মহত্যা
হোমো স্যাপিয়েন্সের দূরন্ত ছুটে চলা
সভ্যতা না স্বাধীনতা জয় না পরাজয়ের

যদি বলি সূর্য ও চাঁদ আমার বাধা নেই
শুধু পৃথিবীটা আমার বললেই সীমানা প্রাচীর
রক্ত রাঙা আধুনিকতা কলুষিত মনুষ্যত্বের নর্দমা
আমার পরিচয় হতে পারে না।

ক্ষমা করো, অধুনাতন ফিরে যেতে চাই
সহজ সরল হাতে পাথর ঠুকে আলোর সন্ধানে
বেঁচে থাকার লড়াইয়ে সত্যে আর শক্তির মূলে
আমি নির্ভীক মুক্তিকামী হোমোস্যাপিয়েন্স।