বিপাশা হাবিব

অতঃপর

এখানে বসন্ত নেই,রক্তঝরা নদী আছে
গোলাপের পাপড়ি প্রস্ফুটিত হয়না
উড়ে আসে মিলিবাগ!

আমাকে জল ছুঁতে দাও
আমি কাব্য হবো
পরাভূত পরাজয়ের স্বপ্ন ভাসিয়ে
নিরবতার বারুদ জমাবো

তারপর…
তারপর তোমার জিতে যাওয়ার উল্লাসে
তোমাকে ভাসিয়ে দেব
নিমজ্জিত হবে তুমি!
সেদিন ঠিক হেসে উঠবে
মাইন কুড়িয়ে
রুটি জোগাড় করা সব শিশু।
দজলা ফোরাতে’র কল্লোলে সেদিন
সে হাসির হবে হিল্লোল !