বাশার মাহফুজ

লবণজলের গল্প

ঘুমপদ্য বুকে নিয়ে জেগে আছি বহুজন্ম।দুচোখে পৃথিবী নেচে ওঠে। মিছেমিছি নদীর কঙ্কাল নিয়ে সাঁতরে বেড়ায় জীবন।

রাতগুলো গলায় ঝুলিয়ে মানুষ দেখতে বের হই।আহা মানুষ!তাম্রলিপেতে খচিত মানুষ।কিলবিল করে ওঠে জীবাণুর মতো।

চাঁদহীন কালো জোছনায় সূর্য পাঠ করছে নন্দনতত্ত্ব।

এ রকম একটা সূর্যকে গলায় ঝুলিয়ে পাহাড়ে উঠেছি বহুবার। তবু পাহাড়গুলো পায়ের কাছে এসে বসে থাকে। আর আমি একটা ছোট্ট পাখির মতো পালক বিছিয়ে পাহাড়কে নিয়ে আকাশে উড়ি।পাহাড় আমাকে লবণজলের গল্প শোনায়।