দেউলিয়া পর্ব
খসরু পারভেজ

তোমাদের মূলধন গচ্ছিত ছিল আমার কাছে
আমি তা সস্তায় বিকিয়ে দিয়েছি বিকেলের হাটে
আমি এমনই এক পাপিষ্ঠ পুরুষ

নারীর জন‍্য নীরার জন‍্য আজ আর কিছু নেই
একা একা শুধু শূন‍্য হাতে, শূন‍্যে ওড়াই ফানুস

আমি ধুলোমাখা পথে হামাগুড়ি দিয়ে হাঁটি
খুচরো পয়সা হয়ে নাচি পৃথিবীর বলরুমে

ভালোবাসার কোনো মূল‍্যই দিতে পারিনি আমি
ভেঙে ফেলেছি সব সঞ্চয়
আমার লকারে আজ আর কোনো সোনাদানা নেই
ঋণের বোঝা বাড়তে বাড়তে আমি আজ ভিখারি
বাইরে পাওনাদারদের দীর্ঘ হৈচৈ
যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারি
এমনকি পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে পারি

আমি যদি দেউলিয়া হয়ে যাই
আমার কবিতাগুলো তোমাদেরই থাকবে
ওদেরকে একটু-আধটু যত্ন করো, ভালোবেসো

মনে কোরো, কবিতাই আমার ঋণের যোগ‍্য বিনিময়!