তৃষা চামেলি

ভারসাম্য

বৃক্ষের দিকে তাকালে মাটি হয়ে যাই
মাটির দিকে তাকালে হয়ে যাই ইচ্ছেআকাশ
বৃষ্টির দিকে তাকাতে তাকাতে সমুদ্র হই
হয়ে যাই বাউল বিকেলের চারণ সঙ্গীত

সবুজ প্রান্তর হওয়ার আশায় বুক বাড়িয়ে
দিতেই, হয়ে যাই মায়াবতী শস্যবধূ

পৃথিবীর তাবৎ শস্যভাণ্ডার হাতে নিয়ে
হয়ে যাই কান্না মাখা ভোরের শপথ

তবু এক প্রতাপশালী ঐশ্বর্যবালিকা আমি

এসো বুভুক্ষু, নাখাভুখা, ছিন্নমূল , পতিতা…

সমবন্টনের মন্ত্রে রক্ষা করবোই এবার
অসহায় ধরিত্রীর ভারসাম্য