তাসলিমা রুবি

বৃষ্টির জন্য প্রার্থনা

খুব চাইছি বৃষ্টি নামুক
বুকের জমিন জলে ভরুক
আকাশ ভেঙে আসুক নেমে
চমকে হাসুক বিজলী মেয়ে

খরায়, ধূলোয়, কার্বনে বেহাল দশা
মনন শরীর জীর্ণতায় যেন ঠাসা,
ভর করেছে খরা, জীর্ণতা আর জরা
বৃষ্টির জন্য আকুল প্রার্থনাটা করা।

নির্মলতায় বৃষ্টি আসুক ধেয়ে
শুদ্ধ হোক পৃথিবীটা নেয়ে।
শুষ্কতাকে ঠেলে
সবুজ হয়ে উঠতে
বৃষ্টিকে খুব দরকার
পুরনোকে ভুলতে।

রিমঝিম ঝিমঝিম নেচে নেচে
এলো দেখো বৃষ্টি মেয়ে
চঞ্চল বিজলীতে জেগে ওঠে বাসনা
পেখম মেলে নেচে গেল কাম-সুর আশা
স্বপ্নরা মেলেছিল দু’চোখেতে ডানা
নাগালিঙ্গম ফুটেছিল তুলে যেন ফনা।

শিহরিত ধমনী তুলেছিল ধুন
ফুটল গোলাপকুড়ি মধুলোভী খুন।
মুষল বর্ষণে ভাসাও
তুমুল প্রেমকে জাগাও
ধোয়া ওঠা সোঁদা ঘ্রাণ
বাতাসে জুড়াবে প্রাণ।

বৃষ্টি নামুক দুচোখ ছুঁয়ে
আঁধার গলির কালো ধুয়ে
নতুন করে জাগুক প্রাণ
গাইতে শিখুক শ্যামল গান।
তপ্ত হৃদয় সিক্ত হোক
তুমুল প্রেম বৃষ্টি হোক।