টিপু সুলতান

বানিশান্তা

সিংহাসনচ্যুত রানীর মতো হতোভাগ্যকে পুঁজি করে ভদ্রা নদীর অববাহিকায়
কোনমতে দেহ নামক পোস্টার উঁচিয়ে কালান্তরের স্বাক্ষী হয়ে
ম্রিয়মান আলোয় ধুঁকছে বানিশান্তা

নির্জনতাপ্রিয় পুরুষগণ জীবনের ক্লান্তি অবসাদ নাকি অবাধ্য প্রতাপ জাহির করতে
কেউ কেউ এখনও আশ্রয় খোঁজে বানিশান্তার রুগ্ন বুকে

দৃশ্যত: রং চং এ মাখা কোন আনাড়ী শিল্পীর অনিপুণ হাতের রং তুলিতে
যবুথবুভাবে ভালোমন্দ পাপতাপের ক্যানভাসে উদ্ভাসিত বানিশান্তা

কখনো হাসছে কখনোবা কাঁদছে
আবার কখনোবা ভদ্রা নদীর উগরে দেয়া অস্বস্তিকর ঘোলাজল মেখে
সভ্য মানুষের অসভ্য ইচ্ছায় ঘুমিয়ে পড়ছে বানিশান্তা

যৌনতা নাকি স্মৃতিকাতরতা ভালোবাসা নাকি দূর্বলতা
গৃহকাতরতা নাকি নাড়ীর টান অস্তিত্ব নাকি অনস্তিত্বময়তা
সবকিছুর দোদুল্যমানতাকে তুড়ি মেরে উড়িয়ে
এ সভ্য সমাজের বুকে একান্ত নির্জনতার স্বাক্ষর রাখছে বানিশান্তা