জাহিদুল যাদু

আমি ও হেটারস্

জীবন থেকে হাসি হারিয়ে গেছে-
হেটারস্ বললেন হাসি একজন নারীর নাম!
জীবনের মায়া আর অনুভবে নেই-
হেটারস্ মায়াকে নারীর কাতারেই রাখলেন!
জীবনের সমস্ত ছন্দ হারিয়ে গেছে-
হেটারস্ ছন্দকেও রীতিমত ছন্দা বানালেন!
জীবনের অবশিষ্ট কোনো অর্থ নেই-
হেটারস্ অর্থকে অর্থিতে রূপান্তর করলেন!

আমার সমস্ত আক্ষেপের কেন্দ্রবিন্দুতে
যৌক্তিকভাবে নারীকে দাঁড় করিয়ে
হেটারস্ তার বুদ্ধিদীপ্ত পুণরাবৃত্তিতে
আমাকে মুগ্ধ ও বশীভূত করলেন!

হারিয়ে যাওয়া হাসি, অনুভব শূন্য মায়া,
রূপান্তরিত ছন্দা ও অর্থি নামের অজস্র
ছায়ানারী আমার বর্তমান হতাশাকে
অসহনীয় এবং তীব্র করে তুললেন।
জ্ঞান হারানোর আগমুহূর্ত পর্যন্ত
হেটারসদের সমৃদ্ধ একটি চক্র
চক্রাকারে উল্লাস করতে থাকলো।

একটি ধবধবে সাদা বিছানায় একজন নারী-ডাক্তার ইনজেকশন পুশ করলেন, একজন নারী-সেবিকা সাপোজিটরি গুঁজে দিলেন, হালকা চৈতন্যে তাদের দুইজনকে ছন্দা ও অর্থি বলেই মনে হলো আমার,যারা রূপান্তরিত! হেটারসদেরও রূপান্তর হয়!
আমি পুণরায় নারীবেষ্টিত!!