জাফর হোসেন

বেলাশেষের বাসনা

আমি চেয়েছিলাম তোর সাথেতেই দিন কাটিয়ে বুড়ি হব
স্বপ্ন ছিল তোর বুকেতেই মাথা রেখে শেষ ঘুমটা ঘুমিয়ে নিবো
তোর কাঁধেতে মাথা রেখে নিথর দেহ এলিয়ে দিবো

বলেছিলি -আমি ছাড়া ছন্নছাড়া নাকি তুই
আমি ছাড়া রংহীন রংধনু নাকি তুই
আমি ছাড়া প্রাণহীন নির্জীব অতৃপ্ত ব্যক্তি তুই
বলেছিলি আমি ছাড়া মরুর বিরাণ প্রান্তর তুই
আমি ছাড়া সুরহীন ছন্দহীন শব্দ তুই
আমার বুকে মুখ লুকিয়ে পূর্ণ হস তুই
বলেছিলি আমার ছোঁয়ায় প্রাণে অক্সিজেন পাস তুই
বলেছিলি আমার কুন্তল ঘ্রাণে ব্যাকুল হোস তুই
বলেছিলে -চুলের ঘ্রাণটা সারা গায়ে মেখে থাকবি তুই
আমার হাতের মুঠোয় তোর হাত লুকিয়ে শান্তি পাস তুই
সবকিছু ভুলে কষ্ট লুকাতে আমার কাঁধটাই খুজিস তুই
আজ আমি নেই তবে ঠিকই তো আছিস তুই!!
জানি রে জীবন সংসারে আমি হীনা দিব্যি আছিস তুই!!

তোর আকাশে রংয়ের ছটা, প্রাণে তোর আনন্দ দোলা
ভাললাগা ভালবাসায় আজ জীবন নাকি পূর্ণ তোর
তোর গতরে এখন নাকি ষোড়শীদের নখের আচড়
তোর বুক জমিনে কামিনীদের নিত্য প্রেমের আসর
তোর আলো আধারি জীবনে নতুন মক্ষীদের বাসর!

আমিতো হারিয়ে গেছি কালো অন্ধকার হয়ে ঘন কালো
মেঘের আড়ালে কিংবা বয়ে চলা দুর নদীর স্রোতে
তবে কেন বলেছিলি আমিই তোর ভোর, দিন-দুপুরের
গল্পকথা, রাতের বাসরের কামনার দোসর!
আমার এ যাওয়ার কালে তোর ও হাতের মুঠোয়
আমার হাতটি নিয়ে অবচেতনে খেলতে খেলতে
আনমনে ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দিবি কি একটু আদর !!