চঞ্চল কবীর

মনের ক্যানভাস

শিল্পীর ক্যানভাসে আঁকা প্রকৃতি, প্রেম -ভালোবাসা , ইতিহাস- ঐতিহ্য ,পশু, পাখি ।

কখনও ল্যুভর এ স্থান পাওয়া “মোনালিসা”
অথবা ডোমিনিকো ঘিরলান্ডায়ো্র “দি ভার্জিন এন্ড চাইল্ড”।

সব কিছু মূল্যহীন যখন শিল্পীর মনের ক্যানভাসে স্ত্রীর প্রসব বেদনা , মায়ের চোখের অপারেশন , ক্ষুধার্ত পরিবার অথবা সাধনার চিত্রকর্ম নিলামে উঠা ।

কবিতা বোধহীন যখন মনের ক্যানভাসে বোনের আর্তনাদ
আমি বাঁচতে চাই
শকুনের হিংস্র নখ মনের ক্যানভাসে তখন শ্রেষ্ঠ কবিতা

মনের ক্যানভাস তখন শ্রেষ্ঠ কবিতার বই
অথবা শ্রেষ্ঠ চিত্রকর্ম আচ্ছন্ন বিখ্যাত জাদুকর
ল্যুভর ও তখন মাথা নত করে মনের ক্যানভাসে ।