‘কী’ নাকি ‘কি’

খুব সহজ হিসাব। দুইটিকে এক সঙ্গে মনে রাখতে গিয়ে অনেক সময় তালগোল পাকিয়ে ফ্যালেন। বোধ হয় এ কারণেই অনেক প্রশ্নকর্তাই ভুল করে বসেন লেখায়। একটি বাক্য মনে রাখুন, পরে বিস্তারিত বলছি।
বাক্যটি হলো-
যে প্রশ্নের উত্তর ‘‌হ্যাঁ’ কিংবা ‌‘না’, সেই উত্তরের প্রশ্নটিতেই শুধু বানান হবে ‘কি’।
আমরা এভাবেও মনে রাখতে পারি- যেসব প্রশ্নের উত্তর মাথা নাড়িয়ে দেয়া যায় ঐসব প্রশ্নেই শুধু ‘কি’ হবে। অর্থাৎ- বাকি সবখানে অন্য বানানে হবে, বুঝতেই পারছেন।
এবার চলুন প্রশ্নে ও উত্তরে দেখে আসি।
প্রশ্ন- ০১: খুকি কি খেয়েছে?
উত্তর : হ্যাঁ।
প্রশ্ন- ০২: খুকি কী খেয়েছে?
উত্তর: দুধ।
দেখুন ‘প্রশ্ন-০১’ মাথা উপর-নিচ নাড়িয়েও উত্তর দেওয়া সম্ভব। ‘প্রশ্ন-০২’ এ মুখে না উত্তর দিয়ে উপায় নেই। সুতরাং এরপর থেকে লিখতে গিয়ে আমাদের আর ভুল নয়, সঠিক ভাবেই লিখবো।