কবি শেখ মেহেদী হাসানের দুইটি অণুকাব্য

করোনাবাস

শুকনো হাসির ছলে শূন্যতা ঢাকি
বদ্ধ ঘরের কোণে একা পড়ে থাকি
ব্যস্ততা রাতদিন অভিনয় চলে
রক্তিম চোখ দুটি কত কথা বলে।

 

আশাবাস

হতাশ হয়ো না তুমি যা গেছে অতীতে
জানো না কী লেখা আছে কালের গতিতে
ভালো লাগবে না বলে বাজে ব্যবহারে
বেজার হয়ো না তুমি প্রভুর বিচারে।