উজ্জ্বল চৌধুরী

সময়

মনের জানালা থেকে বিয়োগী রোদ
তারপর চারিদিকে ভুতুড়ে অন্ধকার
প্রভাতের পথ খুঁজে চলেছে যে জন
ভয় নেই তার আর হারিয়ে যাবার।

এগিয়ে চলছে সে আপন পথে
সময় হলেই সে পায় ঠিকানা
অনুভূতি যতো সব হৃদয়ে রঙিন
ব্যথার কথা সব রয় অজানা।

প্রমিত মেঘের সাথে আলিংগন করে
সবুজের ছায়াতলে বসে আছে ভুলে
জীবনের যত সুর এক তালে বাজে
সময়ের মারপ্যাঁচে সব আছে ঝুলে।