তুমি যদি চাও
তুমি যদি চাও সাগর হবো
ভাসাবো তোমাকে, ডুবাবো তোমাকে
দুষ্টু মিষ্টি প্রেমের বানে !
তুমি যদি চাও প্রজাপতি হবো
ঘুরবো তোমার চারিপাশে
রংগীন পাখনা মেলে খুশিমনে!
তুমি যাদি চাও আতর হবো
ঈদ আনন্দে, দুখের দিনেও
থাকবো তোমায় খুব জড়িয়ে!
তুমি যদি চাও ফুলের বাগান হবো
নানান ভাবের পশরা সাজাবে
ভালোবাসার চাষ করবে সযতনে!
তুমি যদি চাও তোমার কবিতা হবো
আবেগগুলো সাজিয়ে গুছিয়ে
অমর আমায় করবে তাতে !
তুমি যদি চাও তোমার সন্ধ্যা হবো
নিরিবিলি একাকী আমায় পাবে
অজানা কথাগুলো অবলীলায় বলতে!
তুমি যদি চাও তোমার ভোর হবো
বিগত দিনের বিফলতা ভুলে
নতুন স্বপ্নের জাল বুনতে!