ভালোবাসি আজও তোমাকে
তোমার কাছে জিতেও
হেরে যেতে চাই বারংবার
প্রিয়, আমি যে তোমাতেই
হারিয়ে যেতে চাই শত সহস্রবার
তোমারি মাঝে
আমাকে খুঁজিতে চাই
আমি যে তোমাতে মিশে
এক হতে চাই
প্রিয়, তোমারি চোখে আমার চোখ
তোমারি ওষ্ঠে আমার ওষ্ঠ
তোমারি হৃদ্স্পন্দনে আমার হৃদস্পন্দন
আজীবন রাখিয়া যেতে চাই
ওগো প্রিয়সা…
আছো কি এখনো নীরবে!
শুধু একবার বলে দাওনা
প্রিয়া, ভালোবাসি আজও তোমাকে।