হৃদয়টা রাখতে চাই
নির্ঘুম রাতে পায়ার গ্লাসে নিজেকে দাড় করায়
লালচোখ গভীর ভাবনার সাক্ষ্য ঘোষণা করে
টাউন হল মাঠ তোলপাড় করে তোমার হেঁটে আসা আমি দেখি,
দেখি তোমার দুচোখ ঘিরে কালসিটে দাগ একই ঘোষণা দিচ্ছে।
কী এতো ভাবনা? নাকি দুর্ভাবনা?
বাংলাদেশের একত্রিশটি সীমান্তে আমি পা রেখেছি
রেখেছি পা সাগরকন্যা ও জিঞ্জিরার বালিবেলাতেও
অথচ হৃদয় রাখার জায়গা মেলেনি,
টেবিলে সাজানো রোস্ট বা কালাভুনা লোভাতুর করার জন্য যথেষ্ট
কিন্তু আমার খেতে ইচ্ছে করেনা,
খাওয়া কী খুব জরুরী?
আমরা পরস্পরের দিকে পিঠ রেখে হেটে চলেছি
আমরা কী প্রেমের চূড়ান্ত সাফল্যের দিকে চলছি?
আমি জানি দূরত্ব সাফল্যের সাক্ষ্য দেয়,
জন্মভিটে থেকে যত দূরত্বে মানুষ যায় সে ততটাই সফল
প্রিয়তমা, আমরা কী প্রেমের চূড়ান্ত সফলতার দিকে হাটছি?
হৃদয় রাখার জায়গা যদি স্থির হয় তবে হাটাই ভালো।।