ভালোবাসার সাতকাহন
ভালোবাসার কি কোন মানে আছে?
অথবা কোন স্বাদ গন্ধ বর্ণ
ভালোবাসা কি টক মিষ্টি ঝাল
ভালোবাসা কি টিকে চিরকাল?
ভালোবাসা কি প্রেম?
ভালোবাসা কি অস্তিত্ব না অনস্তিত্ব?
ভালোবাসা কি মোহমায়া?
ভালোবাসা কি কেবলই ছায়া?
ভালোবাসায় কি সুখ আছে?
অথবা কোন কারিগরী দুখ,
সেই দুখ বুঝি পুষে রাখে মন
যুগের পরে যুগ।
ভালোবাসা কি চুম্বকের মত?
মেরুতে মেরুতে অবাধ বিচরণ,
সময়ের নিয়মে শুধু বাড়ে আর কমে আকর্ষন।
ভালোবাসা কি সৃষ্টি?
নাকি ধ্বংসের নামান্তর,
মরুভুমির বুকে যেমন সোনালি প্রান্তর।
ভালোবাসা কি হার মানে?
অথবা সবকিছুকে হার মানায়,
একজনের মন পুড়লে কেন
আরেকজনের চোখ ভিজে যায়?
ভালোবাসার বাস কোথায়?
স্বর্গ নরক কিংবা পাতালপুরীতে
শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে
হৃদয়ের অলিতে গলিতে।
ভালোবাসা কি শুধুই হাসায়?
নাকি শীতল ভেজা চোখে
কাঁদিয়েও যায়।
ভালোবাসা কি উঁচু নিচু বুঝে?
অথবা ভালো মন্দ,
নাকি ভালোবাসার মায়াজালে
আমরা সবাই স্বঘোষিত অন্ধ।
ভালোবাসা কি বাঁচতে শেখায়?
ভালোবাসা কি জাগতে শেখায়?
ভালোবাসা কি রুপান্তরিত হয়
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
ভালোবাসা বুঝি মিলনেই ভালো
মন্দ নয় যদি বিরহে পুড়িয়ে করে কালো,
ভালোবাসা অন্তরে
ভালোবাসা বাহিরে।
ভালোবাসা বেঁচে থাকুক
মানব হৃদ মাঝারে,
শ্রাবনের ছন্দ ধারায়
ফাগুনের ঐকতানে।
এ নশ্বর পৃথিবীতে ভালোবাসা বিরাজ করুক
সলতে পিদীমের আলোয়,
নিয়ন অথবা ঝাড়বাতিতে,
কিংবা জোনাকির মিটিমিটি নীলাভ আলোতে।
বর্ণ গন্ধ স্বাদ যেভাবেই দেখি না কেন,
ভালোবাসা যে পূর্ণতা পায়
বিধাতার দেয়া যুগলবন্দী রসায়নে।
সত্যিকারের ভালোবাসার আছে বুঝি
অনেক মানে,
শয়নে স্বপনে জাগরণে
তাই বুঝি ভালোবাসা
সমহারে সমান গতিতে পিছু টানে।