শ্যামলী বেগম

এমনি করেই

এখানে হারাবার কিছু নেই
নতুন বাতাসে হারিয়ে যায় পুরোনো নিঃশ্বাস
এখানে পালাতে হয়না
সময়ের হিসেবে ফিরে পাওয়া যায়
আবার আমার আমি কে ||

এখানে চোখের জল ফেলতে নেই
স্মৃতিরা ঝর্ণা হয়ে জল ঝরে পড়ে
এমনি করেই ঝম ঝম শব্দে ||

এখানে গ্রীষ্মের সুবাস ভাবনার প্রণয় ছড়ায়
বর্ষা ঝরা চাতকীকে
এখানে এই শহর জুড়ে
রাত্রিমাঝে
বেলাশেষে খুললে মুঠি
কয়েক বিঘে দুঃখ জাগে ||

এখানে কেবল শিল্প ছড়ায়
শিরায় শিরায় উন্মাদনা
এভাবে এই এমনি করেই
তোমার আমার জীবন সুখদ
কেটে যাবে ‘এখানে’ আর ‘এখন’
নামক বিভ্রম এক ধারণায় ||