‘ভুল পাশ’ যাকে কিনা বলে রংসাইড। সেই দিক থেকেই বেপরোয়া গতির রিকসাটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলো। রিকসার পেছনে সুন্দর করে লেখা ‘আমি শপথ করিতেছি যে, ট্রাফিক আইন মানিয়া চলিবো।’
ক্ষুব্ধ বাইকওয়ালা এগিয়ে গিয়ে রিকসাপাইলটকে গালমন্দ করলো, ‘কি মিয়া, রিকসায় লিখেছো– শপথ করছি ট্রাফিক আইন মেনে চলবো। তা এইডা কী কাম করলা!’
শক্তসামর্থ্য নির্বিকার রিকসাপাইলটের জবাব, ‘ভুল হয়া গেচে গিয়া, মামু। তয় লিইখ্যা রাহোন শপথ মানুম, এমুন শপথ তো করি নাই!’