চতুশ্চরণ
(১)
যারে আমি আপন ভাবি, সেতো আপন নয়-
কঠিন পাথরও কালে, ক্ষয়ে ক্ষয়ে যায়।
ভালোবাসার চাওয়া পাওয়া আসক্তি যোগ-
প্রাপ্তির চেয়ে হিসেবের খাতায় শুধুই বিয়োগ!
(২)
কথার মত ধারালো অস্ত্র আর কিছুতো নাই-
কথার মত মিঠে মিষ্টি, এই ধরাতেই পাই।
বুঝে-না বুঝে কথাকে বানাই কেবল অস্ত্রের মত-
এফোড়-ওফোড় হৃদয়কে করি বারবার বিক্ষত !
(৩)
চক্রগুলো বক্রাকারে ঘোরে-
দোয়েল সেজে প্যাচায় ডাকে ভোরে।
কাকের ঝাক কণ্ঠ মেলায় কুহুকোকিল সুরে-
নিজ দেহ চিনতে না পায়, স্বার্থান্ধেই মরে।
(৪)
ক্ষতিরও গতি আছে গন্ডরা বুঝবে কি মানে?
অদেখা বাতাস গান গায়, বাতাসেরও কানে।
ক্ষণিকের আঘাতে, প্রতিঘাতে ফেরে মন স্মরণে-
জ্ঞানীরা ক্ষতি চাইনা, জবাবের প্রহর গোনে।