আবারও ডুবেছে পঞ্চমীর চাঁদ।
চতুর্দিকে হাজার প্রিয় মুখ
কিন্তু তোমায় পাইনা কোনোদিন।
আমার আছে শস্য ভরা মাঠ
তবুও আমার তোমার কাছে ঋণ।
পাখিরাও ঠিক পথ চিনে ফেরে ঘরে
আমিই কেবল পাই না খুজে পথ।
যৌথ খামার, যৌথ স্বপ্নঘোর
কেবল তোমার ভিন্ন মতামত।
কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে
আবারও ডুবেছে পঞ্চমীর চাঁদ।
আবারও আমি নিজেরই মুখোমুখি
জীবনে আমারও জীবনানন্দের ফাঁদ।
জীবন আমার ভরিয়ে দিয়েছ প্রেমে
অথচ আমার অনন্ত বিরহ তুমি।
আমি হেটে যাই পথ তবু হাটে নাকো
মন শুধু বলে, এইতো পিছনে তুমি।