স্বধর্ম
তোমার টলমল চোখ জুড়ে
পুঞ্জীভূত বেদনার পৃথিবী,
দূর-তরঙ্গোচ্ছ্বাসে দোলে
মেঘে ঢাকা সূর্যের প্রতিচ্ছবি
ধূসর-ধূলির আস্তরণ জমে জমে
পর্বত গড়ে ওঠে শাদা রুমালের পরে।
আতরের গন্ধমাখা রুমাল কালান্তরে হয়ে যায় মাটি,
ভূগর্ভস্থ মাটি যেভাবে রূপান্তরিত হয় কঠিন পাথরে।
তুমি অযত্নে পড়ে আছো
জঞ্জাল স্তুপের নগ্নভাঁজে,
তথাপি, তোমার কন্ঠে শুনি
বিরামহীন আনন্দ- ভৈরবী।
কুৎসিত গোখরার উদরতলে চাপা পড়ে,
তবু, গন্ধ ছড়ায় হাসনাহেনা,
আহা, এই-কি তবে জনমের সার্থকতা?