সৈনিক
পিঁপড়ের পায়ের শব্দ শুনছি
তারা শরণার্থী
পালাচ্ছে বোমারু বিমানের ভয়ে
সকাল থেকে কাকের প্রতিনিধি দল
কা কা করছে
তাদের খাবারের ডাস্টবিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস
এখন চাই সশস্ত্র কবিতা
প্রতিটি প্রয়োজন জন্ম দেয় নতুন প্রয়োজনের
নিরাময় ছাড়া জন্মায় না কিছু
ব্যাঙের বিলাপে ডুবে যাচ্ছে বর্ষা
ক্ষরদাহের যন্ত্রণা স্মরণ করছে তারা
ধরো যুদ্ধে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে
যে যৌবন তুমি কাটিয়েছো তার পরিসমাপ্তি
সূর্য যেভাবে ওঠে আর অস্ত যায়
আমাদের ধারণা নেই
কোন সকালে বাতাস আমাদের
ছেড়ে যাবে
পৃথিবী একটা যুদ্ধের মাঠ
আমরা সবাই সৈনিক