মুহম্মদ নূরুল হুদা

ভালোবেসে কেউ চতুর হয় না


ভালোবেসে কেউ চতুর হয় না,
ভালোবেসে কেউ ফতুর হয় না;
ভালোবাসা হাসে
তোমার গ্রীবার বাঁকে বাঁকে,
ভালোবাসা তোমাকে-আমাকে
আজন্ম বোকা বানিয়ে রাখে।

বলো তো কে কে তোমাকে পাবে?
তোমাকে না পেয়েও প্রত্যেকে
শুধু তোমাকেই ভালোবেসে যাবে।

গোলাপের কুঁড়ি ফোটে প্রাকৃতিক;
ভালোবাসা যে শুধু মনেই ফোটে না,
সে কথাও শতভাগ ঠিক।

যখন হাসলে,
মনে হলো আমাকেও
কিঞ্চিৎ ভালোবাসলে।

এইটুকু হাসির জন্য
আমার অপেক্ষা কোটি বছর;
ভালেবেসে আমিও হয়ে যাই
সাষ্টাঙ্গে অমর।

ভালোবাসা যখন
তেমাকে দংশন করে,
তোমার অশ্রুতেও
মুক্তো ঝরে।

ভালোবেসে
আমি তো বয়সহীন,
ভালোবেসে
তুমিও বয়সহীনা;
আমি তো বাঁশের বাঁশি,
তুমি মনোবীণা।

সুরের ভিতরে তুমি,
অদূর-সুদূর;
আমাদের ভিটেবাড়ি
এক অন্তঃপুর।

ঘুরে আসি সব মেরু
যুগল ডানায়,
উড়ে উড়ে পান করি
কানায় কানায়।
১০
ভালোবাসা বালুচরে
উড়াল-সাঁতার,
দরিয়ানগরে ঘর,
অথই পাথার।
১১
লালকাঁকড়ার বুকে
ভালোবাসা কাঁদে;
মুহূর্তে পালায় গর্তে,
পড়ে না সে ফাঁদে।
১২
ভালোবাসা ফাঁদ নয়,
তবু পাতে ফাঁদ;
ভালোবাসা কৃষিকর্ম,
আমৃত্যু আবাদ।
১৩
ভালোবেসে বন্দি যদি,
কাঁদো আর হাসো;
মিলনে বিরহে সন্ধি;
হাসো, ভালোবাসো।
১৪
আছে জয়
আছে ক্ষয়
ভালোবেসে আমরাও
চির মৃত্যুঞ্জয়।