সময়ের ছড়া
————————
মনের ভিতর দিচ্ছে উঁকি শংকা
আমরাও কি যাচ্ছি হতে
লংকা!
উন্নয়নের ডাল পুরিতে ঢেকুর তুলে
সুদ আসলে দেনা কতো
যাচ্ছি ভুলে।
রিজার্ভ ব্যাংকের করছে নাড়ি চিন চিন
নিত্য মালের বাড়ছে বাজার প্রতিদিন
আম জনতার সরল চোখে
দিয়ে ধুলো
ঝোলাচ্ছি আজ উন্নয়নের
সাদা মুলো
ক’দিন পরেই এসব দেনা
দিতে ফেরৎ
দৌড়ায়ে পাবোনা খুঁজে
পালানোর পথ।
তবুও আজ ঋনের তরে
ধর্না দেই
তাই মনে হয় থলেতে আজ
হিসেব নেই।
সত্যি যদি অমানিশা
ধেয়ে আসে
আম জনতা কষবে হিসাব
পাকা বাঁশে।
ক্যামনে টিকি কন?
অনিক মাযহার
ঘর ছেড়ে যেই বের হয়েছি
বাইরে ভীষণ ভিড়,
ভাদ্র মাসের ভ্যাপসা গরম
বড্ড যে অস্থির!
রেগে-টেগে পাগলপারা
হচ্ছে তখন মন,
ভাল্লাগে না এই যে গরম
জ্যামের জ্বালাতন।
ধুলোবালি কালোধোয়া
অযাচিত হর্ন—
এরই মাঝে টিকে থাকি
ক্যামনে এবার কন?