ছাইড়া যাওয়া পথ
পিছে ফেলা দাগ
পায়ের পাতার চিন
নিরলে উঁকি দিয়া দেখে
তারে ছাইড়া যাইতেছি
দূরের কষ্টগুলি কাছাকাছি গোরে লেখা নাম
দেখা না দেখার মধ্যে নিয়ত হাজির
যেন ছাড়তেছি অকালের ছিঁড়া পাতা
তার মায়া,
একফোটা গোপন লোউ
আরো আরো লোউয়ের মেলবন্দী ঝরবার আগের বেদনা।
সকালের সুখ দুপুরের পরে যারে ছাড়তেছি
অনচিনা বিকালের হাতে,
কালের উঁষের কাছে কয়েক পলকের উড়াউড়ি
হারাইতে দিতেছি
চৌকানা বাক্সের সংসার ঘোর দুনিয়ার মায়াবি সীমানা
তারে ছাড়তেছি অনন্ত বিচ্ছেদের হাতে
ছাইড়া যাইতেছে আসরের গোপন বিলাপ
নিরলে পোষা কিছু রোদনের দাগ
কে আর কারে নেয়,
পথে নামবার আগে কার কাছে রাখে!
কোনখানে ছাড়তেছি নিজের আধখান
সকালের সবুজ কিছু বিকালের মুথা ঘাস
পথের উপরে।
যাইতেছে ছেঁড়াকাটা বাকী আধখানা
যেন ছাইড়া যাইতেছি ,
কার কাছে
কারে যেন কেবল ছাড়তেছি!
হাঁটতেছি পথে পথে পথের আয়াসে
হৃদপিন্ডে বিন্ধা আছে নিদারুণ ছায়া।