ইচ্ছে করে
ইচ্ছে করে দু চোখ মেলে দেখতে তোমায়
পাশাপাশি বসে গল্প করি দুজনে দুজনায়
কত কথা বলবো বলে জমে আছে এই মনের কোণে
স্মৃতিগুলো আজ শুধু অশ্রু হয়ে ঝরে হৃদয় গভীরে!
শরতের সফেদ মেঘ আর রোদ-বৃষ্টির ফাঁকে
তোমাকেই খুঁজি আমার মধুর স্মৃতি পটে!
তোমায় ছাড়া কাশবন তাই আজ বড্ড ফিকে লাগে!
অখন্ড অবসরে কিংবা কাজের ব্যস্ততায়
তোমার কথা কেন যে খুব মনে পড়ে যায় !
ইচ্ছে করে জানতে খুব কেমন আছো!
কোথায় তোমার বাস ?
আমায় ভুলে কেমন করে দিন করছো পার?
কেমন করে আমায় ছাড়া কাটছে সময় তোমার?
কত দিন পেরিয়ে গেছে দেখি না তোমায়!
আমার কথা কি তোমার মনে পড়ে হায়!
ইচ্ছে কি হয় না একবারও দেখতে আমায়?
আমার যে খুব ইচ্ছে হয় দেখতে তোমায়!
ইচ্ছে করে দু চোখ মেলে দেখতে তোমায়
পাশাপাশি বসে গল্প করি দুজনে দুজনায়!