নাসরিন পারভীন ঋক্তা

একদিন

একদিন জ্যােৎস্না মাখানো বৃষ্টির ছটায় ফোটায়
তোমার স্পর্শে স্তম্ভিত হৃদয় অভিসারের আভায়।

একদিন নিমগ্ন রইবো খুব পরস্পরকে জড়িয়ে ধরে
হারাবো সরল পথ, নিষিদ্ধ পথের সন্ধানে বেরিয়ে।

একদিন যত চড়াই উৎরাই পর্বত শৃঙ্গ সব পেরিয়ে
একটু একটু করে মেশাবো নিজেকে তোমার বুননে।

একদিন মোড়কে আবৃত চল্লিশোর্ধ্ব শরীর গড়িয়ে
শরীর গলা জলে অমৃত সুধা ভরে স্নান হবে তোমাতে।

একদিন বিনা দ্বিধার কল্পিত নায়ে শুভ্র পাল উড়িয়ে কলুষিত হবো তোমার অনন্ত পিয়াসে রন্ধ্রে রন্ধ্রে।

একদিন বেপরোয়া হবো বিধি নিষেধ অমান্য করে
তোমার মাঝে ঝাপ দেবো প্যাঁচানো স্বর্ণলতা হয়ে।

একদিন বাঁচবো তোমার আয়ত্বে টগবগে বুদবুদ জীবনী শক্তি ধারণ করে,
শত জনমের তিয়াসা লয়ে ভ্যাপসা দিনান্তে নেতিয়ে লুকাবো তোমার অতলান্তে ।