ক্ষতগুলো মুছে যায় আলোর প্লাবনে
পাখিটার ঘরে ফেরার সময় হয়ে এলো
দক্ষিণা বাতাস এখনো বিপ্লব করছে ক্লান্ত ধানের শীষে
মরা চাঁদের বিষণ্ণ মুখে পর্দা টেনে দিচ্ছে ছায় রাঙা মেঘ
এলোমেলো দিন হামাগুড়ি দিচ্ছে দৃশ্যের মুলুকে….
হাটছে রূপোলী ছায়া
নিত্য বিষাদের কায়া
ধুলোমাটি সাদামাটা পথ
এই পথে স্মৃতির শপথ….
নীরব সময়গুলো পালাতে চাই সন্ধার শ্রান্ত বুকে
অবিরাম বিষাদের জাল বোনে বিধান মহাজন
একাকী উষ্ণ প্রাণ জিতে নেয় একাকীত্বের স্বাদ
তপ্ত প্রাণ তপ্ত বেলা মিশে যায় নির্বাণ পিপাসায়।