ওরে আমার দেশ বিজ্ঞানী
ওরে আমার দেশ বিজ্ঞানী
মাজপোকা তোর ধানে লাগেনি
লেগেছে তোর মন মগজে ।
ভাতের ভিতর সারের ছায়া
নিত্য করে আনাগোনা,
পরম পরায় বিষের থলি
কে দিলো তোর ঠিকাদারি?
জো ছিলো তোর আকাশ ভূমি
পাম্প পেয়ে তুই মূর্খ হলি।
তুললি পানি বে-হিসাবি
আর্সেনিকেই মারলি সবি।
পোকা দমনে বিষ ছড়ালি
পোকার সাথে মাছ হারালি
তোর অজান্তে মারা গেলো
কত শত রকম প্রাণি।
ওরে আমার দেশ বিজ্ঞানি
মাজপোকা তোর ধানে লাগেনি
লেগেছে তোর মন মগজে।