ইসলাম এবং প্রেম তার কবিতার বিষয়বস্তু তিনি আর কেউ নন, তিনি আমাদের মহান বাঙালি কবি, কবি গোলাম মোস্তফা। বর্তমান ঝিনাইদহ জেলার শেলকূপা থানার মনোহরপুর গ্রামে ১৮৯৭ সালে জন্ম গ্রহণ করেন। ১৩ অক্টোবর ১৯৬৪ সালে এই মহান কবি মৃত্যুবরণ করেন।
কবি গোলাম মোস্তফা এঁর চোখে ঈদের চাঁদটা কেমন ছিলো? কবি লিখেছেন
” আজ নতুন ঈদের চাঁদ উঠেছে নীল আকাশের গায়
তোরা দেখবি কারা ভাই- বোনেরা আয়রে ছুটে আয়।
আহা কতই মধুর খুবসুরৎ ঐ ঈদের চাঁদের মুখ
ও ভাই তারও চেয়ে, মধুর যে ওর স্নিগ্ধ হাসিটুকু
যেন নবীর মুখের হাসি দেখি ওই হাসির আভায়।”
ঈদ উৎসব কবিতায় কবি গোলাম মোস্তফা লিখেছেন
“কণ্ঠে মিলনের ধ্বনিছে প্রেম-বাণী,
বক্ষে ভরা তার শান্তি, চক্ষে করুণার স্নিগ্ধ জ্যোতি ভার,
বিশ্ব-বিমোহন কান্তি প্রীতি ও মিলনের মধুর দৃশ্যে
এসেছে নামিয়া যে নিখিল বিশ্বে দরশে
সবাকার মুছেছে হাহাকার বিয়োগ-বেদনার শ্রান্তি”।
এ ছাড়াও প্রার্থনা কবিতাটি যেন এক খন্ড বেহেশতী বাগান। নিচে প্রার্থনা কবিতাটি তুলে ধরলাম।
“অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান
তোমারি অন্তর্যামী।
দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
সরল সঠিক পূণ্য পন্থা
মোদের দাও গো বলি,
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।
যে-পথে তোমার চির-অভিশাপ
যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ
হে মহাচালক,মোদের কখনও
করো না সে পথগামী”।