কুরিয়ারে পাঠানো দুঃখগুলো
ঈদের আগেই দুঃখগুলো পাঠালাম কুরিয়ারে
জানি না এই প্যাকেট তোমার কাছে পৌঁছবে কিনা
এমনও হতে পারে ভারি প্যাকেটটি দেখে
ওরা খুলে দেখবে কি আছে ওটার ভেতর
অতঃপর চকচকে দুঃখগুলো পেয়ে
সকলেই ভাগাভাগি করে নেবে
ভেলিভারিম্যানদের কখনও দুঃখের অভাব হয়
এমনও হতে পারে গোয়েন্দা সংস্থার লোকেরা
গান পাউডার ভেবে নিয়ে যাবে র্যাবের অফিসে
কেননা দুঃখগুলোর মধ্যে লুকিয়ে আছে আগুন
যা খুব ভারি, গান পাউডারের মতো মিহি
দুঃখগুলোর নিজস্ব রঙ নেই, এমনকি কোনো ধরনও
তুমি যে চোখে তাকাবে ওদের দিকে
তেমনি সেভাবেই তা তোমার হয়ে উঠবে
হতে পারে তা সুখ,অসুখ, ঘৃণা, ক্রোধ, ভালোবাসা
দুঃখকে অনুবাদ করতে হয় আনন্দ অক্ষরে
প্যাকেটটি তোমার ঠিকানা মতো যদি পৌঁছ যায়
অসম্ভব বাজার দরে কেনা দুঃখগুলোকে
খুশির মতো শীতের চাদর ভেবে জড়িয়ে নিও গায়ে।