ইকবাল রাশেদীন

ঘ্রান

কালো সবুজ একটি লিকলিকে হাত
হাতে কাচের চুড়ি– মধ্যরাত
বৃষ্টি ঝরছে
ল্যাম্পপোস্টের আলোয় তির্যকবৃষ্টির
ফোটা
নেমে আসছে স্বর্গ
থেকে যেন

এই মধ্যরাতে আমার জানালায় জানি না
প্রজাপতি কোথা থেকে এলো
সাথে জলপাই বুনো তুলশির গন্ধ

দূরে কালোসবুজ একটি হাত
ক্রমাগত পুরনো সংগীত বাজিয়ে চলছে