হে কবিতা
হে কবিতা, তুমিও কারও ক্ষতির কারণ!
তোমার ভেতরে এত ক্ষয়,এত মৃত্যু,এত মরণ
এই বার্তা বাতাস প্রবাহিত, এই বার্তা ‘হাওয়া’র
আমার ভেতরে আমি আজ এক দীর্ঘ অনাচার!
এই কথাও উচ্চারিত আজ, এই কথার সন্ত্রাস
বিশ্বচরাচর নিজেতে লুকায়, করে নিজেকে গ্রাস!
কবিতা তোমার এত বিষ, তুমি এত তেজস্ক্রিয়!
তোমার মধ্যে যে আগুনবোমা তা কত স্বয়ংক্রিয়?
হে কবিতা তুমি এবার নিজেকে খেয়ে ফেল
ছিন্নভিন্ন করে দাও তোমার হাড় ও অস্থিমজ্জা
বাক্য থেকে শব্দকে, উপমা ও উপমানকে বিদায়
দাও, ফাল্টে ফেল নিজস্ব ব্যাকরণ ও কলকব্জা!
হে কবিতা মূক হয়ে থাকো, হও বধির
শব্দের প্রসঙ্গে আর করোনা চোখ মদির!