তুই
তুই চাঁদ ,আমি পূর্ণিমা ।
তুই আকাশ, আমি নীলিমা।
তুই স্বপ্ন ,আমি দুঃখ
তুই অভিমান ,আমি ভীষণ রাগ ।
তুই পাখি ,আমি ফুল ।
তুই প্রজাপতি, আমি ফড়িং ।
তুই ভালোবাসা, আমি বেদনা ।
তুই প্রেমিক, আমি প্রেমিকা ,।
তুই মাঠ ,আমি সবুজ ঘাস।
তুই সূর্য , আমি চন্দ্র ।
তুই সমুদ্র, আমি নদী ।
তুই গায়ক, আমি গায়িকা ।
তুই আবৃত্তিশিল্পী ,আমি কবিতা।
তুই ছাড়া, আমি একা।