ক্যামনে টিকি কন?
ঘর ছেড়ে যেই বের হয়েছি
বাইরে ভীষণ ভিড়,
ভাদ্র মাসের ভ্যাপসা গরম
বড্ড যে অস্থির!
রেগে-টেগে পাগলপারা
হচ্ছে তখন মন,
ভাল্লাগে না এই যে গরম
জ্যামের জ্বালাতন।
ধুলোবালি কালোধোয়া
অযাচিত হর্ন—
এরই মাঝে টিকে থাকি
ক্যামনে এবার কন?